শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আয়োজনে ৫ম বারের মতো ইঞ্জিনিয়ারিং গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় উপাচার্য বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় সবসময় গবেষণাকে প্রাধান্য দেয়। গবেষণার জন্য বরাদ্দ অর্থ আগের চেয়ে অনেক বেড়েছে এবং আমরা চাই এই গবেষণার মাধ্যমেই শাবিপ্রবি বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হোক।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সম্মেলনের সভাপতি ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, সম্মেলনের সেক্রেটারি ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জহিরুল ইসলাম।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইন্দোনেশিয়ার ড. দারদা ইফেনদি, ভারতের ড. সুদীপ্ত রায়, মালেশিয়ার ড. নওশদ আমিন ও ড. মাকসুদুর রহমান খান।
উল্লেখ, সম্মেলনে বাংলাদেশসহ মালয়েশিয়া, ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের ১৭৩টি গবেষণা প্রবন্ধ আকারে উপস্থাপন করা হবে।
বিডি প্রতিদিন/কালাম