ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় ফলিত বিজ্ঞান ভবনের সভাকক্ষে পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়।
পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের সভাপতি প্রফেসর ড. এস. এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাবেক প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ মামুন, পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের প্রভাষক ইফাত আরা, ইনজামুল হক, বিপুল রায়, আনিছুল কবির প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগে ভর্তি হওয়া ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব