হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের লেভেল ১, সেমিস্টার ১-এর ভর্তি আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে।
বুধবার ‘এ’ এবং ‘জি’ ইউনিটের মেধা তালিকা থেকে ভর্তি করা হবে এবং আগামী বৃহস্পতিবার ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ এবং ‘এফ’ ইউনিটের মেধা তালিকা থেকে ভর্তি করা হবে।
এছাড়া, আগামী ১১ ফেব্রুয়ারি সকল ইউনিটের অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে।
অপেক্ষমান তালিকা থেকে রিপোর্টকৃতদের ১২ ফেব্রুয়ারি ‘এ’ এবং ‘জি’ ইউনিটের এবং ১৩ ফেব্রুয়ারি ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ এবং ‘এফ’ ইউনিটের ভর্তি করা হবে।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.hstu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব