নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী মোস্তাফিজুর রহমান পিয়াসকে শৃংখলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বুধবার বিকেলে তাকে বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মমিনুল হক পিয়াসের বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে শৃংখলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তিনি আরো বলেন, এ ব্যাপারে ডিন ড. মোঃ ইউসুফ মিয়ার নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন