আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে আজ আবারও বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাবি ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীর নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মধুর ক্যান্টিনে আসেন। পরে তাদের সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
মধুতে আগে থেকেই অবস্থান করছেন ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নসহ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তবে কোনো পক্ষই কোনো ধরণের স্লোগান এবং অন্য কর্মকাণ্ডে অংশ নেয়নি। এ সময় তারা নীরবেই চা পান করেন।
এর আগে, গতকাল বুধবার দীর্ঘ নয় বছর পর মধুর ক্যান্টিনে প্রবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে, সর্বশেষ ২০১০ সালের ২১ জুন ছাত্রদলের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে এসেছিলেন।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব