বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্তরের মানুষের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।
আজ বেলা ১২ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট এলাকায় রিক্সা চালকদের ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় শুরু করেন।
শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে কৌশল বিনিময় করেন। পরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দুপুরের দিকে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরীকে লাল গোলাপ দিয়ে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানান। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। এছাড়াও পথচারী, বিভিন্ন স্তরের ছাত্রলীগ কর্মী, পুলিশ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের তারা ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে শিক্ষক-শিক্ষার্থী ও আমার রাজনীতির পাঠশালা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে কাটানো মুহূর্তগুলোই আমার জীবনে বড় প্রাপ্তি। সকলের সাথে ভালোবাসা।
বিডি প্রতিদিন/এ মজুমদার