চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদ ভবনের সামনে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অনুষদের ডিন কার্যালয়ের সামনে বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের আশপাশ ঘিরে রেখেছে পুলিশ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আইন অনুষদের ডিন কার্যালয়ের সামনে বোমা সদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে। বিষয়টি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। সকালে তারা এলে বিস্তারিত তথ্য জানানো যাবে বলে জানানো হয়।
এদিকে জেলা পু্লিশের একটি সূত্র জানায়, পড়ে থাকা কালো রঙের বস্তুটি দেখতে হ্যান্ডমেইড গ্রেনেডের মতো। ইলেকট্রিক তার রয়েছে এর মধ্যে। আকৃতিতে চ্যাপটা গোলাকার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ