১৩ নভেম্বর, ২০১৯ ২১:৫৭
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে আঞ্চলিক পর্ব

পুরস্কৃত ববির ৫ শিক্ষার্থীর উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পুরস্কৃত ববির ৫ শিক্ষার্থীর উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত

১১তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড বরিশাল আঞ্চলিক পর্বে পুরস্কার পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের ৫ শিক্ষার্থী। বুধবার বেলা ১২টায় বিজয়ী শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো.  ছাদেকুল আরেফিনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

উপাচার্য এ সময় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এ সময় গণিত বিভাগের সহকারী অধ্যাপক হেনা রানী বিশ্বাস উপস্থিত ছিলেন। 

গত ৮ নভেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড বরিশাল আঞ্চলিক পর্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বরিশাল অঞ্চলের স্নাতক পর্যায়ের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 

প্রতিযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ৫ জন শিক্ষার্থী যথাক্রমে ৪র্থ বর্ষের হাছনাইন আহমেদ ১ম স্থান, একই বর্ষের শশাঙ্ক বিশ্বাস ৩য় স্থান, ৩য় বর্ষের প্রতিভা গুপ্ত ৫ম স্থান, একই বর্ষের মো. সাব্বির হোসেন ৭ম স্থান এবং ২য় বর্ষের নুর জাহাঙ্গীর মুন ৮ম স্থান অধিকার করেন। ওই প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এবারের গণিত অলিম্পিয়াডে ১০টি পুরস্কারের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীরাই ৫টি পুরস্কার অর্জন করে। 

এর আগেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান বয়ে আনেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর