১৩ নভেম্বর, ২০১৯ ২২:০৫

পবিপ্রবিতে ‘আউটকাম বেজড অ্যাডুকেশন : কারিকুলাম ফ্রেম ওয়ার্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পবিপ্রবিতে ‘আউটকাম বেজড অ্যাডুকেশন : কারিকুলাম ফ্রেম ওয়ার্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আইকিউএসি-এর উদ্যোগে ‘আউটকাম বেজড অ্যাডুকেশন : কারিকুলাম ফ্রেম ওয়ার্ক’ (Outcome Based Education: Curriculum Farmework) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ। 

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনসহ মোট ২৭ জন শিক্ষক উপস্থিত ছিলেন। 

সেমিনারে শিক্ষার্থীদের ক্লাশে আরো মনযোগী করার জন্য শিক্ষার কারিকুলাম আপডেট করতে সকল শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ। 

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ কামরুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর