চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ও ২০১৪ সালের ১৪ ডিসেম্বর শাখা ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ছাত্রলীগ কর্মী তাপস সরকারের স্মরণে 'শহীদ তাপস স্মৃতি সংসদ'এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।
মো:সফিকুল ইসলামকে আহবায়ক ও চৌধুরি মাহিম আদনান সৈকতকে সদস্য সচিব করে ৯২সদস্যের এই কমিটিতে ১৪জন উপদেষ্টা, ৪০জন যুগ্ম আহবায়ক ও ৩৮জনকে সদস্য করা হয়েছে।
সংগঠনটির প্রধান উপদেষ্টা ও শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, তাপস হত্যার এত বছর পার হলেও খুনিদের এখনো কোন সাজা হয়নি বরং তারা প্রকাশ্যে চলাফেরা করছে। তাপস হত্যার দ্রুত বিচারের দাবিতে ও তাপসের স্মৃতি স্মরণে এই সংগঠনটির প্রতিষ্ঠা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় শাহজালাল হল থেকে একপক্ষের ছোড়া গুলিতে আহত হন শাহ আমানত হলের সংস্কৃত বিভাগের তাপস সরকার। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন তাপসের সহপাঠী হাফিজুল ইসলাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ