জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরের ১৮ মার্চ থেকে ২১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘জলবায়ু পরিবর্তন ও দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ব আবহাওয়া সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা এবং জাতিসংঘ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দেশ-বিদেশের ২ শতাধিক বিজ্ঞানী ও গবেষক।
মঙ্গলবার এই সম্মেলন উপলক্ষে আয়োজক কমিটির এক সমন্বয় সভা উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সফলভাবে এই সম্মেলন আয়োজন করতে আয়োজক কমিটির সকল সদস্যের প্রতি আহ্বান জানান। তিনি সম্মেলনের সফলতা কামনা করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে।
বিডি-প্রতিদিন/শফিক