জনস্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর পাবলিক হেলথ ডিপার্টমেন্টের উদ্যোগে গত শুক্রবার প্রশ্নাবলীর বিকাশ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন নিপসোমের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ড. মো. জিয়াউল ইসলাম।
জনস্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য যথাযথ প্রশ্নাবলী উপস্থাপন, প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করার প্রক্রিয়া এবং সেগুলোকে বিশ্লেষণ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিষয়ে তিনি তার উপস্থাপনায় বিশেষভাবে গুরুত্বারোপ করেন। জনস্বাস্থ্য ব্যবস্থায় সঠিক নীতিমালা নির্ধারণের জন্য উপযুক্ত প্রমাণাদি সংগ্রহ করার বিষয়েও তিনি আলোচনা করেন।
কর্মশালায় অংশ নেন নিপসোম, আরটিএম ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগের গবেষণা পর্বের শিক্ষার্থীরা। কর্মশালায় অংশ নেওয়া সকল অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক