রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রোকেয়া হল থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত আলপনা এঁকেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার সকাল ১১টা থেকে আলপনা আঁকা শুরু করেছে তারা। ভিন্নধর্মী এই প্রতিবাদী আয়োজনে অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এতে উপস্থিত রয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।
কর্মসূচি সম্পর্কে সাদ্দাম হোসেন বলেন, সমাজে ক্রমবর্ধমান হত্যা-ধর্ষণ রোধে সামাজিক সচেতনতা তৈরিতে শিল্পীদের এর সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। এই ধারণা থেকে আমরা আলপনা এঁকে প্রতিবাদী কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্ত করেছি।
বিডি প্রতিদিন/আরাফাত