২৫ জানুয়ারি, ২০২০ ১৬:২৫

ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু রবিবার, র‌্যাগিং আতঙ্কে শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু রবিবার, র‌্যাগিং আতঙ্কে শিক্ষার্থীরা

ফাইল ছবি

আগামীকাল রবিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথমবর্ষের স্ব-স্ব বিভাগে ক্লাস শুরু হচ্ছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানিয়েছেন।

এদিকে, র‌্যাগিং আতঙ্কে রয়েছে নবীন শিক্ষার্থীরা। জানা গেছে, ক্লাসে অংশ নিতে আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের গণরুম ও বিভিন্ন মেসে উঠেছে। হল ও মেস গুলোতে ;ভদ্রতা' শেখানোর নামে চলছে র‌্যাগিং নামক মানসিক নির্যাতন। এতে আতঙ্ক রয়েছে নবীন শিক্ষার্থীরা।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, র‌্যাগিং প্রতিরোধ করতে প্রত্যেক একাডেমিক ভবনে একজন করে সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক হলের আবাসিক শিক্ষকদের র‌্যাগিং বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেছি। র‌্যাগিংয়ের কোন খবর পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর