৫ মার্চ, ২০২০ ০৬:২৬

ইবিতে ছাত্রীকে র‌্যাগিং: ভুল স্বীকার করেই পার!

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবিতে ছাত্রীকে র‌্যাগিং: ভুল স্বীকার করেই পার!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের প্রথমবর্ষের এক ছাত্রীকে র‌্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত সেই ৪ ছাত্রী ভুল স্বীকার করে ক্ষমা চেয়েই পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার সমাজকল্যাণ বিভাগ এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের উভয় সভাপতি এবং শিক্ষকদের হস্তক্ষেপে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে অভিযুক্তরা মাফ পেয়ে গেছে বলে বিভাগীয় সূত্রে জানা যায়।

জানা যায়, গত ২ মার্চ আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্রী শারমিন সাথী, অনন্যা নারগিস, তাজমীন নাহার ও জান্নাত-ই-কাওনাইন মাকনুনের দ্বারা র‌্যাগিংয়ের স্বীকার হন সমাজকল্যাণ বিভাগের প্রথমবর্ষের এক ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী শারিরীক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর মঙ্গলবার ওই ছাত্রী বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহিনুর রহমান বরাবার একটি লিখিত অভিযোগ করেন। ওই দিন অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাগিংয়ের এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বুধবার উভয় বিভাগের সভাপতি বিষয়টি সমাধানের জন্য বিভাগের শিক্ষক, ভুক্তভোগী ও অভিযুক্তদের সঙ্গে নিয়ে বসেন। এরপর ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে বিষয়টি সমাধান করা হয়।

এদিকে, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনকে র‌্যাগিংয়ের এই ঘটনায় প্রতিবেদন দাখিলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তার আগেই বিষয়টি সমাধান করে ফেলা হয়েছে। এতে করে অভিযুক্তরা সবাই পার পেয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, ‘আমি যতদূর জানি বিভাগের সভাপতিরা বসে বিষয়টি সমাধান করে ফেলেছেন। এ বিষয়ে এখনও প্রতিবেদন শেষ হয়নি। আগামী শনিবার প্রতিবেদন জমা দিব।’

আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিষয়টি প্রক্টর আগেই শুনেছিলেন। তারপর আমরা উভপক্ষ শুনলাম। আসলে যেটুকু শুনলাম, তাতে শাস্তিযোগ্য বিষয় বলে আমার কাছে মনে হয়নি। সবাই এ বিষয়ে একমত হয়েছি।’

এ বিষয়ে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মেয়েটির অভিযোগের ভিত্তিতে আমার সবাই বসেছিলাম। যে ঘটনাটি ঘটেছে, সেটি র‌্যাগিংয়ের পর্যায় পড়ে না। অভিযুক্তরা নিঃশর্ত ক্ষমা চেয়েছে এবং ওই মেয়েও ক্ষমা করে দিয়েছে। এভাবে বিষয়টা সমাধান করা হয়েছে।’

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর