বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের চার নেতাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা। সোমবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। এর আগে সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এতে ধর্ষণবিরোধী আন্দোলন দমানোর জন্যই সরকার নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেন তারা।
এর আগে, ছাত্র অধিকার পরিষদ রবিবার তাদের চারনেতাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেন। এর মধ্যে আছেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, মো. সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা ও সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ। তবে পুলিশের পক্ষ থেকে প্রথমে আটকের বিষয়টি অস্বীকার করা হলেও সোমবার বিকেলে সাইফুল ও নাজমুলকে গ্রেফতার দেখানো হয়। পরে তাদেরকে দু’দিনের রিমান্ড আদেশ দেন আদালত। তারা উভয়ই ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর করা মামলার আসামি।
সমাবেশে রাশেদ খান বলেন, যেহেতু আমরা যেকোনো অন্যায়ে রাজপথে আন্দোলন করি, এর পিছনে যারা আছে- তাদের যদি এভাবে হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া যায়। তাহলে বাংলাদেশের অন্য যারা অন্যায়ের প্রতিবাদ করে, তাদের ভিতরে ভয়ের সঞ্চার হবে। ‘ধর্ষণবিরোধী আন্দোলন যারা করছে, তাদের ভয় দেখাতেই আমাদের নেতাকর্মীদের আটক করা হয়েছে।’ মামলাটিকে ‘রাজনৈতিক’ বলেও দাবি করেন তিনি। ত ছিলেন। বিক্ষোভ সমাবেশ থেকে প্রেসক্লাব অভিমুখে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এদিকে, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে করা মামলায় দুইজন গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আসামিদের গ্রেফতারের দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে সব আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে অনশন শুরু করেন এই ছাত্রী।
সোমবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আজকে দুইজন আসামিকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। সেক্ষেত্রে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। তবে ছয়জন আসামির প্রত্যেকে গ্রেফতার না করা পর্যন্ত আমি এখানে অবস্থান করবো।’ নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমি অসুস্থ ছিলাম, ব্লাড প্রেশার কমে গিয়েছিলো। আজকে আবার গলায় সমস্যা হচ্ছে। তবে এখন সুস্থ আছি’।
বিডি-প্রতিদিন/শফিক