ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে পড়ে মনিরুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
নিহত মনিরুল কুষ্টিায়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রমের খাইরুল ইসলামের ছেলে। তার পরিবারে মা, স্ত্রী ও দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহত শ্রমিকের পরিবারের লোকজন থানায় কোনো অভিযোগ করেনি। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য নিয়ে গেছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার