স্বাস্থ্য খাতের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানসহ ২ জনের জামিন মঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে অধ্যক্ষ ডা. আবু সুফিয়ান, আফসানা ইসলাম কাকলী ও নজরুল ইসলাম আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মামলার আসামি পক্ষের আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার