জেল হত্যা দিবস উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বক্তব্য রাখেন।
জুম প্লাটফর্মে অনুষ্ঠিত আলোচনা সভাটি ফেসবুকের বিভিন্ন পেজের মাধ্যমে লাইভ প্রচারিত হয়।
আলোচনা সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, খুনিরা জানতো যে, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর আদর্শ ও রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তাই হুমকি মনে করেই এই মহান চার নেতাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা।
বঙ্গবন্ধু এবং জাতীয় নেতার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পাড়লে কিছুটা হলেও কলঙ্ক মোচন করা সম্ভব হবে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
বিডি প্রতিদিন/হিমেল