জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে 'নো মাস্ক, নো সার্ভিস' নীতি। বিশ্ববিদ্যালয়ের কেউ মাস্ক না পরলে তাকে জরিমানা এবং বাইরের কেউ ক্যাম্পাসের ভেতর মাস্ক না পরলে তাকে সেবা না দিয়ে বের করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অফিসে নোটিস দিয়েছি যে, মাস্ক ছাড়া কেউ কোনো সেবা পাবেন না কিংবা দেওয়া হবে না। আর মাস্ক ছাড়া বাইরে যারা ঘোরাফেরা করছেন তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ হলে জরিমানা করা হবে। যদি বাইরের কেউ হন তাহলে তাকে বের করে দেওয়া হবে, কোনো ধরনের প্রশাসনিক সেবা তারা পাবেন না এবং ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না।'
উপাচার্য আরও বলেন, 'আমাদের প্রক্টরিয়াল বডিও কয়েক ভাগে বিভক্ত হয়ে দিনের বেলা কাজ করছে। আশা করব, শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করবে।'
বিডি প্রতিদিন/ফারজানা