‘স্টামফোর্ড ভার্চুয়াল বৈশাখি আড্ডা ১৪২৮’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারের এই আড্ডায় অংশগ্রহণ করেন স্টামফোর্ড বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ফারাহনাজ ফিরোজ ও রুমানা হক রিতা।
এতে আরও অংশগ্রহণ করেন ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক একুশে পদক প্রাপ্ত ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও কবি সাকিরা পারভীন এবং জনসংযোগ বিভাগের প্রধান সুপা সাদিয়াসহ শিক্ষার্থীরা। আড্ডাটি ছাত্র কল্যাণ উপদেষ্টা রেহানা আক্তার সঞ্চালনা করেন।
আড্ডায় বৈশাখ উদযাপনের ইতিহাস, অতীত ও বর্তমান বৈশাখ, বৈশাখি স্মৃতিচারণসহ কবিতা ও গানে মুখরিত ছিল।
বিডি প্রতিদিন/এমআই