আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের বিবিএ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোড এর সময়সীমা শীঘ্রই জানানো হবে।'
এর আগে, ২১ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে পিছিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। নতুন করে নির্ধারিত তারিখ অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ আগস্ট, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ আগস্ট এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। এছাড়াও চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন)-এর তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল