গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্যসহ ছয়জন শিক্ষক। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এদিন রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে দেশ ছাড়েন তারা।
আগামী ১৪ মার্চ থেকে চানকিরি বিশ্ববিদ্যালয়ে শুরু হবে এবারের সফরের মূল কার্যক্রম। যা চলবে ১৮ মার্চ পর্যন্ত। সেখানে চানকিরি বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার একাডেমিক ইনফরমেশন শেয়ার হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, চানকিরি বিশ্ববিদ্যালয়ের সাথে মেমোরেন্ডান অব আন্ডার্স্টেন্ডিং (এমওইউ) আছে। সেখানে আমাদের একাডেমিক আইডিয়াগুলো এক্সচেঞ্জ হয়। আমাদের পঠন-পাঠন, গবেষণার ক্ষেত্রটা কেমন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কেমন স্কলার প্রতিনিয়ত বের হচ্ছে- এসব জিনিসগুলো আমরা সেখানে এড্রেস করবো। অপরদিকে তুরস্কের (চানকিরি বিশ্ববিদ্যালয়ের) একাডেমিক কারিকুলাম, ক্লাস লেকচার, গবেষণার ক্ষেত্রগুলো কেমন হয়, ল্যাব ফেসিলিটি কেমন, ওনাদের প্রোডাক্ট যারা বের হয়, তারা কোথায় কোথায় কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। এসব কিছু নিয়েই আমাদের একাডেমিক ইনফরমেশন শেয়ারিং হবে। এতে করে আমাদের একাডেমিক এক্সেলেন্সি বৃদ্ধি পাবে।’
তিনি আরও বলেন, ‘যে ইনফরমেশনটা আমার ছাত্র-ছাত্রীদের এবং আমার বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাবে সেটা রিপ্রেজেন্ট করবো। তারা আমাদের সম্পর্কে জানবে এবং তাদের কারিকুলাম, একাডেমিক এক্সিলেন্স আমাদের টিম নিয়ে আসবে। নিয়ে এসে যেগুলো আমাদের জন্য খুবই এডজাস্ট হবে, আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে, সেগুলো আমরা প্রয়োগ করবো।’
জানা যায়, এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ে এবারের সফরের প্রোগ্রামে দুটি সেশন থাকবে। একটি টিচিং অন্যটি ওয়ার্কশপ প্রোগ্রাম। টিচিং এ থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড মাহবুবুর রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড মনিরুজ্জামান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড রেজওয়ানুল ইসলাম।
ট্রেনিং প্রোগ্রামে এ থাকবেন ইইই বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন ভূইয়া, অধ্যাপক ড. মাঞ্জারুল আলম এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। তাদের সাথে সফরসঙ্গী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড সেলিম তোহা।
এদিকে, চানকিরি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে গত ৬ মার্চ তুরস্কে পৌঁছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। দুই শিক্ষার্থী হলেন-বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের (এমএসসি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আঞ্জুমানারা জান্নাতি নূর ও অর্থনীতি বিভাগের মাস্টার্সের (এমএসসি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব।
বিডি প্রতিদিন/এমআই