২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:০৯

হলের রুম দখল নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

চবি প্রতিনিধি

হলের রুম দখল নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

হলের রুম দখল নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষ

আধিপত্য বিস্তারের জের ও হলের রুম দখলের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে আহতের সংখ্যা এখনো জানা যায়নি। 

জানা গেছে, বগিভিত্তিক উপগ্রুপ বিজয়ের অনুসারীরা দুই ভাগে বিভক্ত। একপক্ষ আলাওল হল ও স্যার এ এফ রহমান হল এবং অপরপক্ষ সোহরাওয়ার্দী হলে অবস্থান করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রত্যেকেই নিজ নিজ হলের সামনে সতর্ক অবস্থানে আছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনা শুনার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়েছি। পুলিশ সবাইকে যার যার হলে পাঠিয়ে দিয়েছে।

ক্যাম্পাসে বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ। তবে থেমে নেই গ্রুপগুলোর কোন্দল।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর