বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৩০০ জন শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কনে পুরান ঢাকার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরা অংশ নেয়।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ‘বঙ্গবন্ধু ও আগামীর শিশু’ শীর্ষক শিশুদের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
উপাচার্য বলেন, শিশুদের বঙ্গবন্ধুর আদর্শের চর্চা করতে হবে। তারা যেন বঙ্গবন্ধুর চেতনায় দেশকে ভালোবাসতে পারে, সেই শিক্ষা তাদের দিতে হবে। শিশুদের এ চিত্রাঙ্কনের মধ্য দিয়ে যে মনস্তাত্ত্বিক চিন্তাধারা আমাদের মাঝে প্রতিফলিত হচ্ছে, তাতে আমরা লক্ষ্য করছি বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আজকের শিশুরাই নেতৃত্ব দেবে।চিত্রাঙ্কন সম্পর্কে সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবার শিশুদের মাঝে বঙ্গবন্ধু ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য শিল্পের তুলিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যাতে তারা ছোটবেলা থেকেই অসাম্প্রদায়িক চেতনা ও মননশীল মানুষ হিসেবে বঙ্গবন্ধুকে অনুসরণ করে চলতে পারে। শিশুদের মেধা বিকাশে এই আয়োজন সহায়ক হবে বলে আমরা মনে করি।
এ-সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই