যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকায় ছাত্রলীগের যশোর এমএম কলেজ শাখার প্রচার সম্পাদক নূর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সংগঠনের কেন্দ্রীয় সংসদের কাছে সুপারিশও করা হয়েছে।
যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস এ বিষয়ে বলেন, এমএম কলেজের শেখ হাসিনা হলের ছাত্রীদের উত্যক্ত ও এক শিক্ষার্থীকে অপহরণ চেষ্টার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এরপরই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের সঙ্গে আলোচনা করে নূর ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশও করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত