১০ এপ্রিল, ২০২৩ ১৬:৫২

রাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বহিষ্কার

রাবি প্রতিনিধি

রাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বহিষ্কার

মনিরুল ইসলাম স্বপন

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মনিরুল ইসলাম স্বপনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার বেলা ৩টায় কেন্দ্রীয় শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এই বহিস্কার আদেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক 
মনিরুল ইসলামকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।

এর আগে গত ২৭ মার্চ বিশ্ববিদ্যালয়ে শহীদ হবিবুর রহমান হলে সিট দখলকে কেন্দ্র করে মনিরুলের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে। ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এই অভিযোগ করেন। 

ভুক্তভোগীর অভিযোগ, মনিরুল ২০-২৫ জনকে নিয়ে এসে আমাকে সিট ছেড়ে যেতে বলেন। প্রতিবাদ করলে মারধর ও প্রাণনাশের হুমকি দেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন মনিরুল। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর