বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ফ্যাশন স্টাডিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘লেদার ক্রাফট এক্সিবিশন ২০২৫’।
চামড়াজাত পণ্যের ডিজাইন ও প্রস্তুতিতে ৬৫ শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালার সমাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, অধ্যাপক উত্তম কুমার রায় এবং মুহাম্মদ ইমতিয়াজ।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে। আয়োজক ছিলেন ফ্যাশন স্টাডিজ বিভাগের প্রভাষক ফাহিমা আখতার।
প্রদর্শনীটি বাস্তবভিত্তিক শিক্ষার প্রতি বিইউএফটি’র অঙ্গীকার এবং দেশের চামড়াশিল্পে উদ্ভাবনী দক্ষতা গঠনের প্রমাণ বহন করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ