গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দুই দাখিল মাদ্রাসায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। অথচ ওই দুটি মাদ্রাসায় কর্মরত রয়েছেন মোট ২৮ জন শিক্ষক, পরীক্ষার্থী ছিল মাত্র ২০ জন।
প্রতিষ্ঠান হলো- কৃষ্ণপুর দ্বি-মুখী দাখিল মাদ্রাসা এবং তিলকপাড়া তফেজান নেছা দ্বি-মুখী দাখিল মাদ্রাসা। কৃষ্ণপুর মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়েছে ১৯৮৫ সালে এবং সেখানে কর্মরত আছেন ১৩ জন শিক্ষক। এবার ওই প্রতিষ্ঠান থেকে ৭ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়, কিন্তু কেউই পাস করতে পারেনি।
অন্যদিকে, ১৯৯৪ সালে এমপিওভুক্ত হওয়া তিলকপাড়া তফেজান নেছা মাদ্রাসায় শিক্ষক রয়েছেন ১৫ জন। এবারের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল ১৩ জন শিক্ষার্থী। এখানেও কারও ফলাফল পাসের কোটায় পৌঁছায়নি।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, 'শতভাগ অকৃতকার্য এই দুই প্রতিষ্ঠানের বিষয়ে বোর্ড থেকে নোটিশ দেওয়া হবে। পাশাপাশি আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'
তবে এই প্রশ্নের মুখে দায়িত্ব নিতে নারাজ সংশ্লিষ্টরা। কৃষ্ণপুর মাদ্রাসার সুপার মো. হারুন-অর-রশীদ বলেন, 'ফলাফল এখনো দেখিনি।' এরপর ফোন কেটে দেন তিনি। আর তিলকপাড়া মাদ্রাসার সুপার রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিডি প্রতিদিন/মুসা