নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ‘বর্ষা বিলাস’ শীর্ষক এক বর্ণাঢ্য ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কাওলাস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে দেশীয় ও বর্ষাকালীন নানা রকম খাবারের প্রদর্শন ও বিক্রয় করেন। পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ জুড়ে ছিল বৈচিত্র্যময় খাবারের বাহার এবং তরুণ শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি।
উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। এছাড়া এনইউবি ট্রাস্টের সদস্য মিস লাবিবা আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অতিথিরা ফেস্টিভ্যালের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন।
খাবারের প্রদর্শনী ও ক্রয়-বিক্রয়ের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়। ফেস্টিভ্যালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশাপাশি আশেপাশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সব মিলিয়ে ‘বর্ষা বিলাস’ ফুড ফেস্টিভ্যালটি পরিণত হয় তারুণ্যের প্রাণোচ্ছ্বল মিলনমেলায়।