ভারতের ১৫তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিল্লির ৭ রেস কোর্স রোডে [আরসিআর] অবস্থিত তার সরকারি বাসভবনে উঠেছেন। প্রকৃতপক্ষে মোদি ৭ আরসিআরের ৫ নম্বর বাংলোতে থাকবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
সরকারি বাসভবনে উঠার আগে প্রধানমন্ত্রী মোদির তরফে বাড়িটিতে কোনো ধরনের পরিবর্তন বা সাজসজ্জার অনুরোধ জানানো হয়নি যা সচরাচর অন্যরা করে থাকেন। তবে বাড়িটির হালকা রংচং এবং আসবাবপত্র ও পর্দার কিছুটা পরিষ্কার-পরিচ্ছন্নতার দরকার আছে বলে প্রধানমন্ত্রীর দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন।
৭ রেস কোর্স রোড হচ্ছে প্রকৃতপক্ষে রেস কোর্স রোডের ১২ একর এলাকাজুড়ে বিস্তৃত পাঁচটি বাংলো- বাংলো নম্বর ১, ৩, ৫, ৭ ও ৯। প্রধানমন্ত্রীর বাসভবন ও দফতর অবস্থিত হওয়ায় গত তিন দশক ধরে রেস কোর্স রোড জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত নয়।
১৯৮৪ সালে ১ সফদারজং রোড বাংলোতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার ঘটনার পর তার ছেলে ও উত্তরসূরি রাজীব গান্ধীর জন্য অধিকতর নিরাপদ জায়গা হিসেবে ৭ আরসিআরকে বেছে নেওয়া হয়েছিল। বর্তমানে ১ নম্বর আরসিআর হেলিপ্যাড হিসেবে ব্যবহৃত হয়।
মোদির পূর্বসূরি মনমোহন সিং তার স্ত্রীকে নিয়ে ৭ আরসিআরের ৩ নম্বর বাংলোটিতে থাকতেন। আর ৫ নম্বর বাংলোটি ছিল তার সরকারি অতিথি ভবন।
নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭ আরসিআরের ৫ নম্বর বাংলোটি তার সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করবেন। আর ৭ নম্বর বাংলোটি তিনি তার সরকারি দফতর হিসেবে ব্যবহার করবেন।
আর সর্বশেষ অর্থাৎ ৯ নম্বর বাংলোটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল প্রটেকশন গ্রুপ এসপিজি ব্যবহার করে থাকে।
উল্লেখ্য, ১৯২০ এর দশকে ৭ আরসিআরের বাংলোগুলোর ডিজাইন করেছিলেন ব্রিটিশ স্থাপত্যবিদ রবার্ট টর রাসেল।