শুধু বেঁচে থাকার জন্য খাবার আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ১ হাজার ৩৭৩ জন মানুষ। গতকাল এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক মানবাধিকার অফিস। তারা বলেছে, মে মাসের শেষ দিক থেকে বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ কেন্দ্রগুলোতে খাবারের আশায় গিয়ে প্রাণ হারিয়েছেন তারা। যার মধ্যে বেশির ভাগকেই গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলের সেনারা। বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি বলেছে, ‘গত ২৭ মে থেকে খাবারের খোঁজে গিয়ে ১ হাজার ৩৭৩ ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন। যার মধ্যে ৮৫৯ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত গাজা মানবিক ফাউন্ডেশনের ত্রাণকেন্দ্রের মধ্যে। অপরদিকে ত্রাণকেন্দ্রে যাওয়ার সময় হত্যার শিকার হয়েছেন ৫১৪ জন। এ হত্যাকাণ্ডের বেশির ভাগই সংঘটিত করেছে ইসরায়েলি সেনারা।’ ত্রাণকেন্দ্রে খাবার আনতে যাওয়া প্রায় দেড় হাজার মানুষকে মেরে ফেলা দখলদার ইসরায়েল দাবি করে থাকে, তারা শুধু সতর্কতার জন্য গুলি ছোড়ে। -টাইমস অব ইসরায়েল
কিন্তু সত্যিকারের বাস্তব চিত্র বেরিয়ে আসছে। ইসরায়েল চাইলেও তা চেপে রাখতে পারছে না। এতে করে বাধ্য হয়ে দখলদাররা এখন গাজায় আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে ত্রাণ বিতরণে বাধ্য হচ্ছে।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে পর্তুগাল : পর্তুগাল আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনায় নিচ্ছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রোর দপ্তর। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পর্তুগাল বিবেচনা করছে। এ প্রক্রিয়া ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহে সম্পন্ন হতে পারে, যা আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। ‘বিভিন্ন অংশীদারদের সঙ্গে একাধিক যোগাযোগের পর’ এই সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল সরকার। সেখানে ‘মানবিক সংকটের ভয়াবহ অবনতি এবং ফিলিস্তিনি ভূখণ্ড দখলের আশঙ্কার প্রতি বারবার ইঙ্গিত’ গুরুত্বপূর্ণ বিবেচ্য হয়ে উঠেছে। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষ অবস্থান নিয়েছে। সম্প্রতি গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি এবং শিশুদের মারাত্মক অপুষ্টি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে থাকায় এ বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। জাতিসংঘ-সমর্থিত একটি আন্তর্জাতিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গাজায় ‘সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি’ চলছে। সেক্ষেত্রে পর্তুগালও হয়তো সেপ্টেম্বরেই ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিদানকারী রাষ্ট্রগুলোর তালিকায় যোগ দেবে।-টাইমস অব ইসরায়েল