মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
কাতারে হামাস সদস্যদের ওপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় গতকাল দোহা শীর্ষ সম্মেলনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে তিনি এ আহ্বান জানান। মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগত অবস্থান গ্রহণ করতে হবে এবং এ শাসনব্যবস্থা বয়কট করতে হবে।’ তিনি আরও বলেন, ‘মুসলিম দেশগুলোকে একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইহুদিবাদী শাসনব্যবস্থা বর্জনের জন্য অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে বাস্তব পদক্ষেপ নিতে হবে।’ ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েল সব আন্তর্জাতিক কাঠামো এবং নিয়ম লঙ্ঘন করে মুসলিম দেশগুলোতে আক্রমণ করার সাহস করবে না।’ ইরানের রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, ‘তেল আবিব সরকার কোনো সীমানা মানে না। তারা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর সমর্থনে কাতার, লেবানন, ইরাক, ইরান এবং ইয়েমেনসহ বেশ কয়েকটি মুসলিম দেশে আক্রমণ করেছে।’ পেজেশকিয়ান বলেন, ‘বর্ণবাদী ইহুদিবাদী শাসনব্যবস্থাকে সমর্থন ও রসদ সরবরাহ করে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যাকে বৈধতা দিচ্ছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দোহা শীর্ষ সম্মেলন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ‘একটি সিদ্ধান্তে পৌঁছাবে’। দোহার উদ্দেশে রওনা হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এসব কথা বলেন। -প্রেসটিভি, এএফপি