১৬ আগস্ট, ২০১৮ ০৬:১৬

জমে উঠেনি সিলেটের কোরবানির পশুর হাট

অনলাইন ডেস্ক

জমে উঠেনি সিলেটের কোরবানির পশুর হাট

কয়েকদিন পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদের সময় ঘনিয়ে এলেও এখনো জমে উঠেনি সিলেটের কোরবানির পশুর হাট। বাজারে প্রচুর পশুর সমাগম ঘটলেও হাটগুলোতে ক্রেতা নেই বললেই চলে। তবে শেষমুহূর্তে বেচাকেনা জমার আশায় বসে আছেন বিক্রেতারা।

সরেজমিনে নগরীর প্রধান বড় পশুর হাট কাজিরবাজর ঘুরে দেখা যায়, দেশেরবিভিন্ন স্থান থেকে ছোট-বড় বাহারি রংয়ের গরু নিয়ে বসে আছেন পাইকাররা। এছাড়া ভারত ও নেপালি গরুরও সমাগম রয়েছে বাজারে। কিন্তু ক্রেতা কম। যারা আসছেন গরু দেখে দরদাম করেই চলে যাচ্ছেন। বিক্রি নেই বললেই চলে।

সিলেট জেলায় এবার ১২টি কোরবানির পশুর হাট বসানোর অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে বৈধ পশুর হাটের সংখ্যা বাড়তে পারে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এছাড়া, জেলার কোথাও অবৈধভাবে পশুর হাট বসতে দেয়া হবে না এবং রাস্তায় জোরপূর্বক গরুবাহী ট্রাক আটকানো যাবে না বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ)আ ক ম আক্তারুজ্জামান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব জানান, সিলেট মহানগরী ও শহরতলীতে ১০ বৈধ পশুর হাট রয়েছে। এগুলো হলো, সিলেট মহানগরীর কোতোয়ালি থানার কাজীর বাজার পশুর হাট, বিমানবন্দর থানার লাক্কাতুরা চা বাগান মসজিদ সংলগ্ন মাঠ, দক্ষিণ সুরমা থানার লালাবাজার পশুর হাট, কামাল বাজার পশুর হাট, নাজিরবাজার পশুর হাট, মোগলাবাজার থানার রেঙ্গা হাজীগঞ্জ বাজার, জালালপুর পশুর হাট, রাখালগঞ্জ বাজার পশুর হাট, শাহপরান (রহ.)থানার পীরের বাজার পশুর হাট ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ মাঠ।

এছাড়া সিটি করপোরেশন টেন্ডারেরমাধ্যমে সিলেট নগরীর সোবহানীঘাট, চালিবন্দর, ঝালোপাড়া ও কদমতলী এলাকায় আরও চারটি অস্থায়ী পশুরহাটের অনুমোদন দেয়ার প্রক্রিয়া চলছে। এর বাইরেও নগরীতে অন্তত ১৫টি অবৈধ পশুর হাট বসানো হয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় বসানো এসব অবৈধ পশুর হাট উচ্ছেদেও নেই তেমন তৎপরতা।

এছাড়াও অবৈধ পশুরহাট বসেছে শাহী ঈদগাহ, লালটিলা, কয়েদীর মাঠ, আম্বরখানা (আবাসন হাউজিং), আখালিয়া, চন্ডিপুল, মাদিনা মার্কেট, পাঠানটুলা, দর্শন দেউড়ী, হাউজিং এস্টেট, টিলাগড়, বালুচর, শাহী ঈদগাহ, রিকাবীবাজার, মেন্দিবাগ জালালাবাদ গ্যাস অফিসের পেছনে, কদমতলী ফল মার্কেটের সামনেও।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্তউপ-কমিশনার আব্দুল ওয়াহাবজানান, অনুমোদন ছাড়া যত্রতত্র অবৈধ হাট উচ্ছেদে অভিযান চালানো হবে।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর