সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে জাফলংয়ের পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শ্রমিক হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮) নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার খলাপাড়া গ্রামের মৃত দরুশি চন্দ্র দাসের ছেলে। তিনি জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, সোমবার হরে কৃষ্ণ জাফলংয়ের পিয়াইন নদীতে বালু উত্তোলনের কাজ করতে যান। এসময় নৌকা থেকে পা পিছলে পড়ে তিনি নদীতে তলিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল বুধবার সকালে নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম