আগামী পাঁচ বছরে দেশের বাইরে আরও একশ'টি দূতাবাস বা মিশন খোলা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এতে দূতাবাসের সেবা প্রাপ্তিতে প্রবাসীদের হয়রানি কমে আসবে। এছাড়া প্রতিটি মিশনে ২৪ ঘণ্টা হটলাইন সেবা কার্যক্রম চালু হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
গত শুক্রবার রাতে সিলেট জেলা প্রেসক্লাব প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা উচ্চশিক্ষিত, কিন্তু বেকার। স্কিল না থাকায় তাদের চাকরি হয় না। সরকার ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের স্কিল বাড়ানোর জন্য ৫শ’ মিলিয়ন ডলারের প্রজেক্ট গ্রহণ করছে।
ড. এ কে আবদুল মোমেন বলেন, কোন দেশে থেকে আমরা অথনৈতিক, বাণিজ্যসহ কি ধরনের সুবিধা পেতে পারি, সেখান থেকে কি ধরনের বিনিয়োগ আসতে পারে সে বিষয়ে বাংলাদেশের ৭৮টি বৈদেশিক মিশনকে ৩ বছরের পরিকল্পনা দিতে বলা হয়েছে। অধিকাংশ মিশন তাদের পরিকল্পনা জানিয়েছে। সরকার সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপে নিবে।
ড. মোমেন বলেন, সরকার খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই বিবেচনায় আমি মনে করি মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার জলিল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ, ২০১৯/মাহবুব