সিলেট বিভাগে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ৮ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন দুই জন। বাকি ৬ জন আছেন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন। এখন পর্যন্ত আক্রান্ত কেউই সুস্থ হয়ে ফিরতে পারেননি বাড়ি। তবে চিকিৎসাধীন সবার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
এদিকে, দিন দিন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত সিলেট বিভাগে অন্তত ১৪ জন মারা গেছেন।
সিলেটে সর্বপ্রথম করোনা রোগী সনাক্ত হয় ৫ এপ্রিল। রোগী হিসেবে সনাক্ত হন ওসমানী হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। এছাড়া ৫ এপ্রিল মৌলভীবাজারের রাজনগরে করোনার উপসর্গ নিয়ে মারা যান এক ক্ষুদ্র ব্যবসায়ী। পরে নমুনা পরীক্ষায় জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন। এছাড়া বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩ জন, সুনামগঞ্জ হাসপাতালে ২ জন ও হবিগঞ্জ হাসপাতালে ১ একজন কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা উন্নতির পথে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, সিলেট বিভাগে দিন দিন বেড়েই চলছে কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা। রবিবার পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে সিলেট বিভাগে মারা গেছেন অন্তত ১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬ জন, মৌলভীবাজারে ৪ জন, হবিগঞ্জে ২ জন ও সুনামগঞ্জে ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান আরও জানান, করোনা উপসর্গ নিয়ে সিলেট বিভাগের চার জেলার হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৩১ জন। এর মধ্যে সিলেটে ২ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ২৪ জন ও মৌলভীবাজারে ৩ জন। আর আইসোলেশনে সিলেটে ১১ জন, হবিগঞ্জে ১ জন ও সুনামগঞ্জে ২ জন রয়েছেন। করোনার প্রাথমিক লক্ষণ ও ঝুঁকিপূর্ণ জেলাগুলো থেকে আসায় সিলেট বিভাগে আরও দুই হাজার ৮৬৬ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে।
বিডি প্রতিদিন/এ মজুমদার