সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামের বারকি শ্রমিক বিল্লাল মিয়া হত্যা মামলার প্রধান আসামি রুবেলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার।
আজ বুধবার বেলা ২ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
এ সময় হত্যা মামলা আপস রফা করতে প্রভাবশালী আসামিরা পরিবারকে অব্যাহত হুমকি প্রদান ও চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ করেন নিহতের স্ত্রী মিনারা খাতুন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নিহতের মা ছকিনা খাতুন, ভাই জলিল মিয়া, ছেলে হেলাল মিয়া। এছাড়া নিহতের চার শিশু সন্তান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ