সিলেটে পৃথক অভিযানে মাদকসহ তিন যুবককে আটক করেছে র্যাব ও পুলিশ। শনিবার রাতে তাদেরকে আটক করা হয়। রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসসি কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শনিবার রাতে গোয়াইনঘাট থানার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপাড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন- গোয়াইনঘাটের বগাইয়া মুসলিমপাড়ার আবুল কাশেমের ছেলে ইউসুফ আলী (২৭) ও একই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে কামাল হোসেন (৩৬)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এদিকে, শনিবার রাতে কিনব্রিজ এলাকার উত্তর প্রান্ত থেকে পারভেজ আহমদ নামের এক যুবককে মাদকসহ আটক করে পুলিশ। পারভেজ নেত্রকোনা জেলার মদন থানার চাঁনগাঁও’র মৃত মুজিবুর রহমানের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর কানিশাইলের একটি কলোনিতে থাকতো। তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম