সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী শাহিন হত্যা মামলার রায়ে একজনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আদালত। বুধবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।
রায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত ওয়াহিদুর রহমান সানি সিলেটের গোলাপগঞ্জের হাজিপুর (শুকনা) গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- গোলাপগঞ্জের কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নুর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ থানার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ। যাবজ্জীবনের পাশাপাশি তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ডের আদেশ দেন বিচারক। আসামীদের মধ্যে রায়হান পলাতক রয়েছেন।
নিহত ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন গোলাপগঞ্জের হাজিপুর লরিফর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সহ-সভাপতি ছিলেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ২১ মার্চ রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেট ফিরেন ব্যবসায়ী শাহিন। এরপর সিলেট শহর থেকে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। গ্রামের কাছে আসার পর কয়েজন সন্ত্রাসী অটোরিকশা আটকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম