সিলেটের জাফলংয়ে পিয়াইন নদী থেকে পাথর তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক শ্রমিক। ডুব দিয়ে পাথর উত্তোলন করতে গিয়ে পানির নিচে আটকা পড়ে রজব আলী নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। পাথরে আটকা পড়ায় পানির নিচ থেকে তিনি উঠে আসতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রজব আলী সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং এলাকার রহমত উল্লাহ’র ছেলে।
স্থানীয়রা জানান, অন্যান্য শ্রমিকের সাথে রজব আলী জাফলংয়ের পিয়াইন নদীতে ডুব দিয়ে পাথর উত্তোলন করছিলেন। একপর্যায়ে তিনি ডুব দিয়ে পানির নিচ থেকে আর উঠে আসেননি। বিষয়টি টের পেয়ে অন্যান্য শ্রমিকরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে ডুবুরি নামিয়ে রজবের লাশ উদ্ধার করে। রজবের লাশ নদীর তলদেশে পাথরের সাথে আটকা ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমেদ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম