সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশি ১৬ নাগরিককে পুশব্যাক করেছে বিএসএফ। বুধবার সকাল ৮টার দিকে কানাইঘাটের আটগ্রাম সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করা হয়।
পরে বিজিবি ১৯ ব্যাটালিয়ন তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে। আটকদের মধ্যে আটজন পুরুষ, ছয়জন নারী ও দুইজন শিশু রয়েছে।
বিজিবি জানায়, প্রাথমিকভাবে তারা বাংলাদেশি নাগরিক বলে প্রমাণ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিল। আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবি আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার সকালে আটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ১৬ জনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/কেএ