সিলেটে ছাত্রলীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বদরুল আলম আফজল এবং গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকি।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, আফজলকে শুক্রবার ভোরে নিজ বাড়ি সেনাপতিরচক গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জের রণকেলী ইয়াগুল গ্রামের জাকারিয়াকে গ্রেফতার করা হয়। তিনি একটি মামলার এজাহারনামীয় আসামি বলে জানান গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্ল্যা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ