সিলেটের সুরমা নদীতে নৌকা ডুবে ধলাই মিয়া (৬৫) নামের এক মাঝি নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ধলাই মিয়া কানাইঘাট উপজেলার ফালজুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ছোট একটি ডিঙি নৌকায় করে নদী পার হচ্ছিলেন ধলাই মিয়া। মাঝ নদীতে হঠাৎ নৌকাটি উল্টে গেলে তিনি পানিতে তলিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বলেন, “ছোট একটি নৌকা নিয়ে ওই বৃদ্ধ নদী পার হওয়ার সময় হঠাৎ উল্টে গেলে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।”
বিডি প্রতিদিন/মুসা