বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন (চট্টগ্রাম) প্রায় এক কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে। রবিবার বেলা পৌনে একটার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
২০১৭ সালে কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক জব্দ করা এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০ লাখ ৫ হাজার ১১৫ পিস ইয়াবা, ১ হাজার ৫৪৯ বিয়ার ক্যান, ১৯৬ বোতল মদ, ৩৯ দশমিক ২ লিটার চোলাই মদ ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কোস্ট গার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এছাড়া কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৩ মে, ২০১৮/মাহবুব