ডলফিন সংরক্ষণ ও গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের কিছু শিক্ষার্থীকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এন্ড্রুইজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ড্যানিয়েল গঞ্জালেস সোকোলস্কির নেতৃত্বে ডলফিন সংরক্ষণ এবং গবেষণায় এ প্রশিক্ষণ দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুজ অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয় এবং চবির হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুযায়ী গত ৩ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত ডলফিন সংরক্ষণ এবং গবেষণার প্রযুক্তিগত প্রয়োগ বিষয়ের উপর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান এবং সার্টিফিকেট বিতরণ বৃহস্পতিবার হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে অনুষ্ঠিত হয়।
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় সমাপনী বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. ড্যানিয়েল গঞ্জালেস সোকোলস্কি। মো. আশরাফুল আনামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. শামছিল আরেফিন, রিসার্চ ফেলো এবং শিক্ষার্থীরা। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা ডলফিন সংরক্ষণ ও গবেষণায় নিয়ে হাতে-কলমে বিশেষ জ্ঞান অর্জন করেন।
বিডি প্রতিদিন/এএম