চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রায়খালী খালের ভাঙনে খালে ধসে পড়েছে বিদ্যুতের খুঁটি। এতে পুরো রাত অন্ধকারে পার করেছে উপজেলার ১১ গ্রামের মানুষ।
বুধবার রাত ১১টার দিকে বোয়ালখালী উপকেন্দ্রের বিদ্যুৎ লাইনের একটি খুঁটি খালে পড়ে এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে নিরাপত্তার জন্য লাইনের সরবরাহ বন্ধ করে দেয় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১। ফলে উপজেলার পূর্ব শাকপুরা, লালারহাট, বেঙ্গুরা, খিতাপচর, পূর্ব খিতাপচর, ঘোষখীল, হোরারবাগ, মোহাম্মদের বাড়ি, বটতল, খাজানগর ও কঞ্জুরী এসব গ্রাম ডুবে যায় অন্ধকারে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জোনাল ম্যানেজার প্রকৌশলী শ.ম. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে খুঁটি বসানোর কাজ শুরু করেছি। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ ফেরানো হবে। তবে দুর্ঘটনা এড়াতে রাতেই সরবরাহ বন্ধ রাখা ছাড়া উপায় ছিল না।
স্থানীয়দের ক্ষোভ, রায়খালী খালের ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ বা প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়ায় প্রায়ই এমন বিপত্তি ঘটছে। এতে যেমন ঘরবাড়ি ও জমি হারাচ্ছে মানুষ, তেমনি বিপন্ন হচ্ছে এলাকার অবকাঠামোও।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম