চট্টগ্রামের সাতকানিয়ায় যাকাত ও ইফতার সামগ্রী বিতরণের সময় পদদলিত হয়ে ৯ জনের মৃত্যুর বিষয়টি তদন্তে জেলা প্রশাসনের তদন্ত টিম ঘটনাস্থলে গেছেন। বৃহস্পতিবার দুপুরে তদন্ত টিম সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে গাটিয়াডাঙ্গা গ্রামের হাঙ্গরমুখ এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
তদন্ত টিমে আছেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট মাশহুদুল কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিমা আক্তার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবির বলেন, আমরা ঘটনার প্রকৃত কারণ তদন্তে ঘটনাস্থলে গিয়েছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথাও বলেছি। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে।
প্রসঙ্গত, গত সোমবার সকালে সাতকানিয়ায় কাদেরিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে কবির স্টিল রিরোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) যাকাত ও ইফতার সামগ্রী বিতরণের সময় পদদলনে ৯ জনের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহজাহানকে প্রধান আসামি করে নিহত হাসিনা আক্তারের স্বামী মোহাম্মদ ইসলাম বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। তাছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গত মঙ্গলবার বিকালে অভিযুক্ত মোহাম্মদ শাহজাহানের বাড়ির পার্শ্ববর্তী এলাকা চারজনকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতে হাজির করার পর তাদের জামিন দেওয়া হয়।
বিডি প্রতিদিন/১৭ মে, ২০১৮/ফারজানা