চট্টগ্রামের শতবর্ষী বাণিজ্যিক সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) রমজান নিন্ম আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যে নিত্য ভোগ্য পণ্য বিক্রি শুরু করেছে। প্রতি কেজি চাল ২৫ টাকা এবং প্রতি কেজি চিনি বিক্রি করা হচ্ছে ৪০ টাকা করে। চেম্বার আগামী ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভর্তুকি মূল্যে চাল-চিনি বিক্রি করা হবে।
আজ নগরের চেম্বার হাউসের সামনে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মো. জহুরুল আলম, অঞ্জন শেখর দাশ, মো. আবদুল মান্নান সোহেল, তরফদার মো. রুহুল আমিন প্রমুখ।
মাহবুবুল আলম বলেন, চেম্বার দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এর ফলে সক্ষম অনেক প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার উৎসাহ পায়। প্রতিবছরের মতো এবারও ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে নিন্মআয়ের সাধারণ মানুষ সহনীয় মূল্যে ভোগ্য পণ্য কিনতে পারবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার