মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ২.৬১ শতাংশ বেড়েছে। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭১০ জন কমেছে।
সোমবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান।
তিনি বলেন, এবার পাসের হার ৭৮.১১ শতাংশ হলেও এর মধ্যে ছাত্র পাসের হার ৭৮.৪৩ এবং ছাত্রী পাসের হার ৭৭.৮৩ শতাংশ। ফলে পাসের দিক থেকে মেয়েদের তুলনায় ছেলেরা ০.৬০ শতাংশ এগিয়ে আছে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার যথাক্রমে ৫.৬৬, ১.৪৬ এবং ১.৯৯ শতাংশ বেড়ে ৬৫.৭৯, ৯১.৪৬ এবং ৮০.৮৫ শতাংশে উন্নীত হয়েছে। গত বছর এ হার ছিল যথাক্রমে ৯০.০০, ৬০.১৩ এবং ৭৮.৮৬ শতাংশ।
তিনি আরো বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবছর পাসের হার শতভাগ এমন স্কুলের সংখ্যা ৩০টি। গত বছর এরকম স্কুলের সংখ্যা ছিলো ২৭টি।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির ১৯০ কেন্দ্রে ১ লাখ ৪৯ হাজার ৬০৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১৬ হাজার ৮৫১ জন শিক্ষার্থী। সব মিলিয়ে পাসের হার ৭৮.১১ শতাংশ। গত বছর যা ৭৫.৫০ শতাংশ ছিল।
অন্যদিকে গত বছর ৮ হাজার ৯৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার তা কমে ৭ হাজার ৩৯৩ জনে এসে দাঁড়িয়েছে। ফলে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ হাজার বাড়লেও জিপিএ-৫ কমেছে ৭০১টি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর শওকত আলম, কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হকসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন